দিরাই-শাল্লায় ৭টি জলমহাল থেকে ৪ কোটি টাকার মাছ লুট
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনেও সুনামগঞ্জে লুটপাট থামেনি। দিনে-দুপুরে আনন্দ-উল্লাসে প্রকাশ্যে গত ৫ দিনে জেলার দিরাই ও শাল্লা উপজেলার ৭টি জলমহালের প্রায় ৪ কোটি টাকা মাছ লুট করা হয়েছে।