খানসামায় জামাইয়ের বাসায় হামলার শিকার শ্বশুর
দিনাজপুরের খানসামায় আপন জামাইয়ের বাসায় শ্বশুর গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলাকারী অভিযুক্ত সেই জামাই আল আমিন ইসলাম (২৬) খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের ইউসুফ শাহপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে।