দ্বন্দে বন্ধ রাস্তা, সরু গলি দিয়ে বের হলো স্বজনের লাশ
প্রত্যক্ষদর্শীদের চোখে পানি, স্বজনদের আহাজারি, প্রিয়জনকে জীবনের শেষ মুহুর্তে খাটিয়াতে তুলে ভিটে মাটি ত্যাগ করে কবরে না নিতে পারার কষ্ট ছিলো চোখে মুখে। সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মজিবর তালুকদারের ছেলে সামান তালুকদার অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ