বিএনপি নেতাদের ছবি সম্বলিত ক্লাবের সাইনবোর্ড ছেড়ার অভিযোগ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের কুমির জোল গ্রামে ২৯ মার্চ রাতে কুমির জোল একতা ক্লাবের মূল ফটকে থাকা জাতীয়তাবাদী দল বিএনপি'র সাইনবোর্ডে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্থানীয় নেতার ছবি ছিড়ার অভিযোগ উঠেছে।