সারিয়াকান্দিতে অফিস না করেই বেতন নেন সরকারী চাকুরীজীবি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের অফিস সহায়ক আব্দুল আউয়াল মাসে অফিস করেন এক থেকে দুই দিন সারা মাস থাকেন অনুপস্থিত। এদিকে অনুপস্থিত থাকলেও বেতন তোলার দিন ঠিকই হাজিরা খাতায় মাসের সম্পূর্ণ সই করে বেতন তুলে নিচ্ছেন।