লালনের গান শুধুই গান না, এটা আমরা কালাম বলি : উপদেষ্টা ফরিদা আখতার
এসো হে অপারের কান্ডারি, আর কি বসবো এমন সাধ বাজারে’ লালন সাঁইজির এই আধ্যাত্মিক বাণীকে প্রতিপাদ্য করে রওশন ফকিরের আস্তানায় গুরুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঘোড়ামারা- ভেড়ামারা গ্রামে হেমাশ্রমে অনুষ্ঠিত হলো সাধুসঙ্গ।