কেশবপুরে সাড়ে ৩ কোটির সেতুতে নেই সংযোগ সড়ক, জনদুর্ভোগ চরমে
কেশবপুরে বুড়িভদ্রা নদীর ওপর প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘ ৩ বছরেও শেষ হয়নি। আরসিসি সেতুটি দৃশ্যমান হলেও নেই কোনো সংযোগ সড়ক। এমন অবস্থায় স্থানীয়দের পারাপার বন্ধ রয়েছে। এতে ভোগান্তীতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।