বনবিভাগের বুলডোজারে মাটিতে মিশেছে ৩শ পরিবারের ঈদ
তিনদিন ধরে খোলা আকাশের নীচে রাত্রিযাপন করছে গাজীপুরের কালিয়াকৈরের সিনাবহ এলাকায়। সোমবার ঈদের আগের দিন বনবিভাগের লোকজন ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। এ সময় ওই এলাকার প্রায় তিনশতাধিক বাড়িঘরসহ দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়।