দায়সারাভাবে মাটিতে পুতে দেয়া মৃত বন্যহাতির দুর্গন্ধে পরিবেশ দূষণ
রাঙ্গামাটির রাজস্থলীতে মৃত্যু বন্যহাতি মাটিতে পুতে রাখা হয়েছে দায়সারা ভাবে অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে এলাকাবাসীর। সম্প্রতি গত কয়েক দিন আগে রাজস্থলী উপজেলার দুই নংগাইন্দ্যা ইউনিয়নে কাইথাক পাড়া গ্রামে একটি বন্য মা হাতি শাবক সহ প্রসব কালে মৃত্যু বরণ করে।