পাহাড়ে চার দিনে অপহরণ ৪, চলছে বন্ধুক যুদ্ধ: দুই উপদেষ্টাসহ বিজিবির মহাপরিচালক সাজেকে
হারুবিল ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতার ভাই, ধুধুকছড়ায় গত ২ মার্চ ইউপিডিএফ নেতার পিতা এবং জেলা মাটিরাঙার তাইন্দং ইউপিডিএফ কর্তৃক জেএসএস সোর্স সন্দেহে দুই গ্রামবাসীসহ অন্তত চারজনকে অপহরণ করেছে এই দুই সশস্ত্র গ্রুপ।