রাঙ্গাবালীতে রাতের আধারে একের পর এক কাটা পড়ছে গাছ
শুধু নামেই সংরক্ষিত বন। কিন্তু কাজে যেন ব্যক্তি মালিকানাধীন কোন বনভ‚মি। একের পর এক কাটা পড়ছে গাছ। রাতের আধারে এসব গাছ কাটছে বনখেকোরা। কোন কোন গাছ রাতেই পাচার হচ্ছে। আবার কোন কোন গাছ কেটে বনেই ফেলে রাখছে, সুযোগ বুঝে পাচার