বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গফরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বেপারীর জানাজায় মানুষের ঢল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৩৪
গফরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বেপারীর জানাজায় মানুষের ঢল
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং শহীদ আব্দুল বেপারীর জেষ্ঠ ছেলে আজিজুল হক বেপারীর নামাজে জানাজায় মানুষের ঢল ।

বুধবার বাদ জোহর মরহুমের রাঘাইচটি গ্রামের বেপারী বাড়ি প্রাঙ্গণে এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব‍্যাক্তিবগ , মরহুম আজিজুল হক বেপারীর বন্ধু, গফরগাঁও বাজারের ব্যবসায়ী,পরিবারের মানুষ ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। আজিজুল হক বেপারীব মৃত্যুতে বাজার ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবার সূত্রে জানাযায় , গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বেপারী (৬৫) গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় হূদেরাগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ------ রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর মরহুমের রাঘাইচটি গ্রামের বাড়িতে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে