বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

তুহিনের মুক্তির দাবীতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৩২
তুহিনের মুক্তির দাবীতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার দুপুরে (৩০এপ্রিল) জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।

বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি রবিউল আলম আহসান প্রামানিক ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম জানান, অবিলম্বে প্রিয় নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনৈতিক কারণে তুহিন ভাইয়ের নামে মিথ্যে মামলা করেছিলেন। যদি দ্রæত তাকে মুক্তি দেয়া না হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে