বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে জব ফেয়ার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ৩০ এপ্রিল ২০২৫, ১৯:০৬
নীলফামারীতে জব ফেয়ার অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ-কারিগরি শিক্ষা নিলে, বিশ^জুড়ে কর্ম মিলে’ এই শ্লোগানকে সামনে নিয়ে নীলফামারীতে বুধবার দিনব্যাপী জব ফেয়ার মেলা অনুষ্ঠিত হলো।

নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ এই জব ফেয়ার মেলার আয়োজন করে। কলেজ চত্ত¡রে জব ফেয়ার মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক(উপসচিব) খন্দকার মোঃ নাহিদ হাসান।

টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, নীলসাগর গ্রুপের প্রতিনিধি মেরিন ইঞ্জিনিয়ার শাহ্ মমিনুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টেকনিক্যাল স্কুল ও কলেজের ইংরেজি বিভাগের ইনস্ট্রাক্টর আরিফ বিল্লাহ্। নীলসাগর গ্রুপের হেড অফ কনজ্যুমার প্রোডাক্ট কর্মকর্তা আহসান হাবীব বিপ্লব, ডোর প্রজেক্টের ইনচার্জ আওরঙ্গজেব সুজন উপস্থিত ছিলেন। মেলায় জব প্রত্যাশি ৩১৯জন জেলার ১২টি বিভিন্ন স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের স্টলে জীবনবৃত্তান্ত জমা দেয়।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, ‘এই ধরনের জব ফেয়ার আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’ অন্যান্য বক্তারাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠান ও চাকরি প্রার্থীদের শুভেচ্ছা জানান।

টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলাম জানান, দেশের কাঙ্খিত আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষায় শিক্ষিত গ্রাজুয়েটদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অভিভাবক, সমাজকর্মী এবং বিভিন্ন পেশার মানুষকে কারিগরি সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেয়া বিশেষ করে তরুণদের অধিকমাত্রায় সম্পৃক্ত করণ, শিল্পের দৃষ্টিভঙ্গি সুসংহত রাখা সর্বোপরি ক্ষুদ্রজনগোষ্ঠী কমিউনেটিকে সম্পৃক্ত করার লক্ষ্যে জব ফেয়ার মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ এবং মৌ স্বাক্ষরিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে