নওগাঁর আত্রাইয়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে ইমপ্যাক্ট (তৃতীয় পর্যায়) প্রকল্প ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সমন্বিত পারিবারিক খামার ব্যবস্থাপনা ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ে তৃতীয় ও চতুর্থ দুই ব্যাচ মিলে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন-এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মু. জাবেদ ইকবাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "দারিদ্র্য দূরীকরণ ও টেকসই জীবিকার জন্য কৃষি ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।"
সভাপতি তার সমাপনী বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা কৃষি উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনা এবং বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সাশ্রয়সহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছেন,
যা আপনাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" প্রশিক্ষণার্থীদের মাঝে প্রথম দিনে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম এবং প্রশিক্ষণ শেষে যাতায়াত ভাতা বাবদ প্রত্যেককে ৭৫০ টাকা ও ১ টি করে ব্যাগ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন,উপজেলা প্রকৌশলী
নিতিশ কিমার প্রমুখ।