নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২ টায় ব্রাক্ষমন্দী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকার এবিএম ফারুকের বাড়ি ও মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে এবং একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ ২০ হাজার টাকা, আইফোন সহ ৫ টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়েছে।
এবিএম ফারুকের ভাই রফিকুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, ওই বাড়ির পাঁচটি ঘরের দরজা ভেঙে ২৫/৩০ জনের হাফপ্যান্ট ও মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাত দল ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে এবং নুরুল ভূঁইয়া (১৭) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ৫ টি ঘরের আলমারী ভেঙ্গে উল্লিখিত মালামাল ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। ডাকাত দল এ বি এম ফারুকের বাড়ি ছাড়াও তার একটি মিলে হামলা চালায়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি।