সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দাখিল মাদ্রাসার পরিক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে দুই পক্ষ দফায় দফায় ইউএনও অফিসে বসে আলোচনা । দেখা গেছে একটি পক্ষ বলরামপুর দাখিল মাদ্রাসায় পরিক্ষা কেন্দ্রটি স্থাপন করার জন্য দাবি জানাচ্ছেন,ওপর পক্ষ দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের নয়াগাঁও মাদ্রাসায় কেন্দ্রটি স্থাপনের দাবি জানাচ্ছেন।
এনিয়ে দুটি পক্ষ দফায় দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এর সাথে দলে দলে বিভক্ত হয়ে কেন্দ্র স্থাপনের আবেদন নিয়ে অফিসে সাক্ষাৎ করছেন । ৩০ এপ্রিল বুধবার দুপুরে চামরদানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ এর নেতৃত্বে এলাকার নেতৃবৃন্দ সহ প্রায় শতাধিক লোকজন উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হোন।
এবং ইউএনও উজ্জ্বল রায় এর কাছে তাদের দাবি জানান। এবং উপজেলার তীরবর্তী বলরামপুর দাখিল মাদ্রাসায় কেন্দ্রটি স্থাপনের জোর দাবি জানান তারা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় বলেন, কেন্দ্র স্থাপনের বিষয়টি এলাকার সুধীজন ও নেতৃবৃন্দকে সমাধান দেওয়ার জন্য আহবান জানান। পরে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দুইটি পক্ষই দাবিদার হিসেবে যৌক্তিক, তবে সমাধানের লক্ষ্য সার্বিক সুযোগ সুবিধা, ছাত্র ছাত্রীর সার্বিক সুবিধার আলোচনা সামনে রেখে, মধ্যনগর উপজেলা সদরে কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেওয়ার প্রস্তা দেওয়া হয় । এবং সকল আলোচনা শেষে উপজেলা সদরের প্রস্তাবনাটি গৃহীত হয়।