নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা (৬০)কে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার (৩০এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে তাকে পথ রোধ করে বিভিন্ন স্লোগানে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করে ছাত্রদল নেতা-কর্মীরা।
তিনি উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাঁড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সৈয়দ মুজিব পাঁড়ইল গ্রামের মৃত আজাদ আলীর ছেলে।
জানা গেছে, উপজেলায় পরিষদের বিভিন্ন কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্য মোটরসাইকেলে উঠলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেনসহ আরো ৫-৬ জন ছাত্রদল নেতা-কর্মী তার পথ রোধ করেন। সেখান থেকে থানায় নিয়ে যান তাঁরা।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানকে গত ১১ নভেম্বরের একটি বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।