নওগাঁ সদর উপজেলার তিলোকপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে থানায় অভিযোগ দিতে গিয়ে দুই ব্যক্তি হাজতে গেলেন।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার তিলোকপুর ইউনিয়নের মৃত ইসমাইল মন্ডলের ছেলে খাজা উদ্দিন (৫৮) এবং তার ছেলে মো. নাদিম হোসেন (২৩) নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের আটক করে হাজতে নিয়ে যায়।
অপরটি হলো নওগাঁর মান্দা উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত মজিবর মন্ডলের ছেলে রফিকুল ইসলাম গত, ২ সপ্তাহ আগে মান্দা থানায় প্রতিপক্ষের নামে অভিযোগ করতে গেলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ কারী রফিকুল ইসলামকে থানায় আটক রেখে উল্টো মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে,নওগাঁর তিলোকপুরের ঘটনায় তাদের বিরুদ্ধে সকালে নাজমা বেগম নামে একজন অভিযোগ দিলে একটি মামলা নেওয়া হয়। তারা কাউন্টার অভিযোগ করতে থানায় আসলে, ওয়ারেন্ট থাকায় তাদের কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গত, ২ সপ্তাহ আগে মান্দা উপজেলার দূর্গাপুর গ্রামে জমিজমা নিয়ে ২ পক্ষের মারামারিতেও তাদের সাথে একই ঘটনা ঘটে ।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি নূরে এ আলম বলেন, "আমি বিষয়টি পুরোপুরি জানি না। তবে অভিযোগ পাওয়ার পর তদন্তে যিনি ছিলেন, তিনি আসামিকে থানায় পেয়ে আটক করেছেন। অভিযোগ তদন্ত করে, ভিকটিমের বক্তব্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের আটক করা হয়েছে, তাদেরও মামলা নেওয়া হবে।"
তবে সচেতন মহলরা বলছেন, কোন বিষয় তদন্ত ছাড়া কাউকে আটক দেখানো এটাও আইনের অপব্যবহার। ঠিক তেমনি গায়ের জোরে আইন নিজের হাতে তুলে নেওয়া টা ঠিক না,তাই জেলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে মানুষের খুব কাছ থেকে কাজ করতে হবে।