বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে অশ্লীলতা, সহকারী শিক্ষক বরখাস্ত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৫১
পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে অশ্লীলতা, সহকারী শিক্ষক বরখাস্ত
ছবি: যায়যায়দিন

পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেয়ে শিক্ষার্থীর সাথে অশ্লীল আচরণ ও মারধরের ঘটনায় আমিনুর রহমান নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই শিক্ষক দেবীগঞ্জ পৌরসভাধীন নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

এর আগে গত সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিদ্যালয়ে এসে অফিস ও শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম সেদিন বিদ্যালয়ে হাজির হওয়ার পর উত্তপ্ত পরিস্থিতি দেখে বিষয়টি দ্রুত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন এবং লিখিত ভাবে বিষয়টি জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানকে জানান। পরে উভয়ই ঘটনাস্থলে গিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বললে অভিযোগের সত্যতা পান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন ঘটনাটি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে।

এরই প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার মঙ্গলবার (২৯ এপ্রিল) ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

এই বিষয়ে সহকারী শিক্ষক আমিনুর রহমান মুঠোফোনে প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে