বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
লক্ষ্যমাত্রা ৮ হাজার ৬০০ মেট্রিক টন ধান ও চাল

গোবিন্দগঞ্জে  বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৬:১৩
আপডেট  : ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩২
গোবিন্দগঞ্জে  বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ছবি: যায়যায়দিন

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ খাদ্য গুদামে ২০২৫ ইরি-বোরো মৌসুমের সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

মঙ্গলবার খাদ্য গুদাম চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা চাউল কল মালিক সমিতি সভাপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রওশানুল কাউছার, মহিমাগঞ্জ চাউল কল মালিক সমিতির সভাপতি আবু রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা কমিটির সদস্য আনিসুর রহমান, মহিমাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক জোবায়েরুল হক, আবু সুফিয়ান সুজা, নবিবর রহমান, সাখাওয়াত হোসেন সোহেল, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মৃধা, জামায়াত নেতা শামসুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ।

চলতি বোরো মৌসুমে এখানে ৮ হাজার ৬০০ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে