বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৫০
ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সিংড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আহাসানুল হক সরকার।

এ বাজেট রাজস্ব ও উন্নয়ন তহবিলের জন্য ২ কোটি ৩৫ লক্ষ ৩৩ হাজার ৯৭৮ টাকা ঘোষনা করা হয়। বাজেটে রাজস্ব উদ্বৃত্ত হিসেবে ৩ লক্ষ ৫০ হাজার ২০০ টাকা দেখানো হয়েছে।

বাজেট ঘোষণা কালে ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেক মন্ডল, ওয়াহেদুজ্জামান, গোলাম রব্বানী, সোনা মিয়া, মঞ্জুর রহমান, মফিজুল হক, মুর্শিদা বেগম, রাহেনা বেগম, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর রুবেল ইসলাম সহ গনমাধ্যম ব্যক্তি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে