২০২৪-২০২৫ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসংস্থানের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে দশ জন নিবন্ধিত জেলের মাঝে উপকরণ বিতরণ হিসেবে ৪টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার ৩০ এপ্রিল সকালে মানিকছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, 'পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সময়ে দরিদ্র জেলেদের মাঝে ক্রিক উন্নয়নে সহযোগিতা, মৎস্য চাষে পরামর্শসহ বিকল্প আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে আসছে মৎস্য অধিদপ্তর'।
ছাগল বিতরণকালে ইউএনও জেলেদের উদ্দেশে বলেন, 'আপনাদের বিকল্প কর্মসংস্থান এবং পারিবারিক আয় বাড়ানোর লক্ষ্যে এই ছাগল বিতরণ করা হয়েছে'’। একইসাথে সঠিকভাবে ছাগলগুলো লালন-পালনের পরামর্শ দেন তিনি।