সলঙ্গায় শষ্য মালিকদের নিয়ে জামায়াতের সুধী সমাবেশ

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৫:১২

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের সলঙ্গায় 'বাংলাদেশ জামায়াত ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন নেতৃবৃন্দদের সাথে শষ্য মালিকদের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

ভূমিতে উৎপাদিত শস্য তথা ফল ফসলেরও জাকাত রয়েছে শষ্য মালিকদের সচেতন করতে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়৷

মঙ্গলবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জ রোডস্থ পাবনা রোডে বিকেলে বাংলাদেশে জামায়াত ইসলামীর হাটিকুমরুল শাখার আমির মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান৷

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমির আলহাজ্ব শাহিনুর আলম,উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী,সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম শহীদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সলঙ্গা থানার সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান প্রমুখ৷

আলোচনা সভায় প্রধান অতিথি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান , বলেন ভূমিতে উৎপাদিত শস্য তথা ফল ফসলেরও জাকাত রয়েছে। ফসলের জাকাতকে ‘উশর’ বলে। উশর মানে হলো দশ শতাংশ (১০ %)। প্রাকৃতিক পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ হলো ‘উশর’ অর্থাৎ এক দশমাংশ । সেচের পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ‘নিসফ উশর’ অর্থাৎ ৫% (পাঁচ শতাংশ)।

ফসলের জাকাত ‘উশর’ গরিবের পাওনা হক (অধিকার) ফরজ ইবাদত। ‘উশর’ ফসল তোলার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আদায় করতে হয়৷ কেউ যদি ফসলের যাকাত (উশর) আদায় না করে তাহলে সে ফরয অনাদায়ের গুনাহে গুনাহগার হবে। সভায়    হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় শষ্য মালিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এসএম