কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৫:১০

কুষ্টিয়া প্রতিনিধি
প্রতীকি ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বজ্রপাতে জহুরুল মৃধা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের  সুলতানপুরে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত জহুরুল মৃধা ওই এলাকার চেয়ন মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল মৃধা সহ ৫ জন পদ্মা নদীর চরে কৃষি কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা দেয়। এসময় পদ্মা নদীর চরে জহুরুলের উপর বজ্রপাত হয় এবং ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাকি ৪ জন সুস্থ আছেন।  

কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, আজ বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। জেলা প্রসাসক বা সরকারী ভাবে যতটুকু সাহায্য করা সম্ভব সেটা আমরা করবো।

কয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আলহাজ্ব আলী হোসেন জানান, পদ্মার চরে কয়েকজন কৃষক কৃষি কাজ করছিলো। এ সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা সুস্থ আছেন।