বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সীতাকুণ্ডে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৫:১০
সীতাকুণ্ডে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা হলরুমে সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা ও ৯ টি ইউনিয়ন পর্যন্ত ২৪শ' কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ শুরু হয়েছে।

এসব প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ' র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম, সুজন ঘোষ, মোঃ নুরুল কবিরসহ উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক বৃন্দ।

আউশ ২০২৪-২০২৫ খরিপ মৌসুম ( ১) এর অর্থ বছরে প্রতি কৃষককে ১ বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল উপশী জাতের ধান বীজ আউশ ৫ কেজি, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

প্রণোদনা নিতে আসা পৌর সভাধীন ৩ নম্বর ওয়ার্ডের কৃষক আব্দুল মালেক , মোঃ মঈনুদ্দিন এবং আমিরাবাদ এলাকার মোঃ ইলিয়াছ বলেন, সরকার বিনামূল্যে ধান বীজ ও সার দিয়েছেন আমরা এতে খুশি। তবে প্রণোদনার সাথে চাষ করার জন্য কিছু নগদ অর্থ প্রদান করলে আমরা উপকৃত হতাম।

এদিকে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, সরকার কৃষকদের কথা মাথায় রেখে , মৌসুমে ধান উৎপাদনে আরো বেশী মনোযোগী হওয়ার লক্ষ্যে সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন । সেই লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা শুরু হয়েছে।

এদিকে অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ বলেন, চলতি মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণের কার্যক্রম হাতে নিয়েছেন। সেই লক্ষ্যে একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে ২৪ শ' ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা বিতরণ কার্যক্রম চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে