দুর্গাপুরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৫:০৩

নেত্রকোনার দুর্গাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযুক্ত আবুল কাশেমকে (৪০) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে আটক করা হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বায়রাউড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে ওই গৃহবধূর শাশুড়ী রান্না করতে গেলে ঘরে তেল শেষ দেখে দোকানে যান তেল আনতে। এ সময় বাড়িতে একাই ছিলেন গৃহবধূ (২২)। তেল কিনে বাড়ি ফিরে শাশুড়ী দেখেন পুত্রবধূ ঘরে নেই। এ সময় ডাক দিলে কোনো সাড়া না পাওয়ায় মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে খোঁজাখুজি করেন। এক পর্যায়ে বসত ঘরের উত্তরপার্শে টয়লেট সংলগ্ন ফাঁকা স্থানে লাইট ধরলে প্রতিবেশী আবুল কাশেম কে উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যেতে দেখেন শাশুড়ী। সে-সময় সেখানে পুত্রবধূর গায়ের কাপড় নিজের হাতে নিয়ে দাড়িয়ে থাকতে দেখে।
শাশুড়ী এ-সময় তার পুত্রবধূকে জিগ্যেস করে জানতে পারেন মুখেচেপে ধরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে আবুল কাশেম। এ ঘটনায় মঙ্গলবার রাতে শাশুড়ী বাদী হয়ে আবুল কাশেমকে আসামী করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আজ বুধবার সকালে আদালতে সোর্পদ হয়েছে। এছাড়াও মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
যাযদি/ এসএম