রামগতিতে কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ  

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৫:০১

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

লক্ষ্মীপুরের রামগতিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) উদ্যোগে ওয়ার্ড কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) সকালে রামগতি পৌরসভার সম্মেলন কক্ষে ওয়ার্ড কমিটি গঠন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।গর্ভনেন্স ইমপ্রুভমেন্ট এন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি), কনসালটেন্সি সার্ভিসেস (আইইউজিআইপি) সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রবিউল আলম, বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক সাইদ রেজা, সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, এবং ছৈয়দ মুর্তাজা আল আমিন, প্রশিক্ষণে সার্ভিক ব্যবস্থপনায় ছিলেন পৌর কার্যসহকারী মোঃ শাহজাহান, এবং ওয়ার্ড কমিটির সদস্য বৃন্দ। 

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি)র অর্থায়নে পরিচালিত প্রকল্পে দেশের ৮৮ টি পৌরসভাতে বাস্তবায়ন করা হবে ইতোমধ্যে রামগতি পৌরসভাসহ ৬৪ পৌরসভায় কমিটি গঠন ও প্রশিক্ষণ চলছে। ২০২৩ সালের জুলাই থেকে  ২০২৭ সালের জুন পর্যান্ত ৫ বছর মেয়াদের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। পৌর আইন ২০০৯ এর ১৪ ধারা অনুযায়ী কমিটি গঠিত হবে।এসময় পৌর ওয়ার্ড কাউন্সিলর কে সভাপতি করে ১০ জনের কমিটিতে সহ-সভাপতি হবেন সংরক্ষিত নারী কাউন্সিলর, দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি ৩ জন, নাগরিক সমাজের প্রতিনিধি ২ জন, পেশাজীবি প্রতিনিধি ২ জন, কমিটির সদস্য সচিব থাকবেন পৌরসভার সহকারী প্রকৌশলী অথবা উপ-সহকারী প্রকৌশলী।

জানা যায়,  ৮৮ পৌরসভার মোট ৩৮ হাজার নারী ও পুরুষকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।  তারা প্রতি ৩ মাস অন্তর কমিটির মিটিং বসবেন। এতে ৯শত কিলোমিটার ড্রেনেজ ও ১৫ শত কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ করার কথা বলা আছে। ওয়ার্ড কমিটির সদস্যদের পর্যালোচনা শেষে প্রস্তাবনার ভিত্তিতে কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। 

যাযদি/ এসএম