শেরপুরের শ্রীবরদীতে ভটপুর হাজী উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জবিউল হক'র বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে হাজী উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ চত্বরে এ সংনর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভটপুর হাজী উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিন ইয়াসমিন।
সিনিয়র শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক জবিউল হক, সাবেক সভাপতি আলহাজ্ব হাসান আল মাসুদ, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান, সিনিয়র শিক্ষক নাজমুল হাসান, অবঃ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেনেন্ট মোজাহিদুল ইসলাম তানভির, সিনিয়র শিক্ষক মনিরুজ্জান সহকারী শিক্ষক শাহীদুল ইসলাম, দশম শিক্ষার্থী সত্যজিৎ, মৃতুঞ্জয় মিঠুন, নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া মণি, আসমানী, সেতু আক্তার, জয়ন্তী রাণী, নাঈম, শারমিন আক্তার প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যাযদি/ এসএম