বাঁশখালীতে আউশ ধানের বীজ ও সার বিতরণ
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১২:২২

চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫-২৬ মৌসুমে আউশ খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮'শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বাঁশখালী অফিসার্স ক্লাবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপজেলার ১৮'শ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেকের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিফ উদ্দিন প্রমুখ।'
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম বলেন, ‘বাঁশখালী উপজেলায় বিএডিসি থেকে প্রাপ্ত বিনামূল্যে ১৮'শ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। মূলত কৃষকের ভাগ্য উন্নয়নে কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।'
যাযদি/ এসএম