ফেনীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১২:০৪

ফেনী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনীতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার সকালে ফেনী সার্কিট হাউস হল রুমে অনুষ্ঠিত হচ্ছে। 

জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ  প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একে এম আব্দুল হাকিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  প্রেস কাউন্সিলের সচিব   আব্দুস  সবুর,কর্মশালায়  আলোচনা করেন এডিসি  মনজুরুল  আহসান,জেলা  তথ্য অফিসার আল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। 

প্রশিক্ষণের মুল প্রন্ধের  বিষয়বস্তসহ গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে ও হলুদ সাংবাদিকতা নিয়ে আদেশ উপদেশ ও নির্দেশনা মোতাবেক ব্যাপক আলোচনা য় ধারণা দেয়া হয়েছে। এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন ফেনীর কর্মরত  ৪০ জন গণমাধ্যমকর্মী। 

যাযদি/ এসএম