আনোয়ারায় উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১১:৫৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর এলাকায় বেড়িবাঁধ পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে দোভাষীর হাট থেকে গহিরা বাইগ্যেরো ঘাট পর্যন্ত গণসংযোগ শেষে বেড়িবাঁধ পরিদর্শনকালে তিনি বলেন, “পূর্বের বেড়িবাঁধ নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে উপকূলীয় জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। বর্তমান প্রকল্পে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে ,আমলাতান্ত্রিক হয়ে নয়।”
তিনি বলেন চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তাদের আন্তরিক মনোভাব দেখা গেছে । তিনি হুঁশিয়ার করে বলেন, “রাজনৈতিক প্রভাব বা দলীয় স্বার্থের কারণে বেড়িবাঁধ নির্মাণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। অতীতে দুর্নীতির কারণে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তা পুনরাবৃত্তি হতে দেব না।”
ভয়াল ২৯ এপ্রিলের প্রসঙ্গে তিনি বলেন, “১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় হাজারো নারী, শিশু ও পুরুষ প্রাণ হারান। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও টেকসই বেড়িবাঁধ না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে। আজ সেইসব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা হারুন ইবনে গনি, সেক্রেটারি হাফেজ সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈন উদ্দীন, বায়তুলমাল সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, যুব ইউনিয়নের দায়িত্বশীল ইমরান নাজির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়ন সভাপতি নুরুল হুদাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
যাযদি/ এসএম