গাজীপুরে সাবেক মেয়র মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪০

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মনিপুর বাজার বিএনপির অফিসে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাহবুব আসাদ, যুগ্ন-আহ্বায়ক মাসুদ রানা, মানোয়ার হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলহাস বেগ, মির্জাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওহাব আলী সরকার, সাধারণ সম্পাদক আইনুল মুসুল্লী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম, ফিরোজ আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তন্ময় সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাসুদ, আলামিন, সুলাইমান, শাকিল আহমেদ, মো. শফিকুল ইসলাম শফি, মো. কাশেম সিকদার, মো. জুয়েল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যাযদি/ এসএম