শেরপুরের নকলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার ২৯এপ্রিল সন্ধায় পৌর শহরের পাইস্কা বাইপাস এলাকায় গ্রামবাংলা হোটেল মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা ও নিরিবিলি হোটেল মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জ'রিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এসময় উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. হাসান ফেরদৌস আলম, উপজেলা প্রশাসনের উপ প্রসাশনিক কর্মকর্তা মো. নাদিউর রহমানসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা" মোতাবেক বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে দুই খাবার হোটেল মালিকদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।