কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত ছেলে বিপ্লব হোসেনকে (৩৬) থানায় দিলেন বাবা নুরুল ইসলাম। বাবা নুরুল ইসলাম বাদী হয়ে জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত ছেলে বিপ্লব হোসেনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছে।
আজ বুধবার সকালে জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত বিপ্লব হোসেনকে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ভেড়ামারা থানা পুলিশ। বিপ্লব হোসেন ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানা ও বাদী নুরুল ইসলাম সুত্রে জানা গেছে, বিপ্লব হোসেন ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের বড় ছেলে। সে প্রতারক, মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত। জুয়ার টাকা জন্য দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রী জুলেখা বেগমকে অত্যাচার, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে আসছে। আমাকে হত্যার উদ্দেশ্যে জখম করে। হাসপাতালে ভর্তি ছিলাম। তার মা জুলেখা বেগমকে হাতের আঙ্গুল ভেঙে দেয়। সে আমাকে (নুরুল ইসলাম) হাসুয়া দিয়ে হত্যা করার চেষ্টা করে। প্রতারণার মাধ্যমে ভেড়ামারা থানার ওসি, সার্কেল ও এক কনস্টেবলের আত্মীয়ের কাছ থেকে যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে থানার সালিশি বৈঠকে এই টাকা তাকে পরিশোধ করতে হয়েছে। ছেলের প্রতারণা আর জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা তার বাড়িতে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বিপ্লব হোসেন ইলেকট্রিক্যাল পণ্য ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছে।
আরো জানা যায়, অনলাইন জুয়ার ডিলারদের লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে সর্বস্ব হারাতে বসেছেন ভেড়ামারা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রত্যেকটি পরিবার থেকে এ খেলায় যুক্ত হয়ে পথে বসেছেন অনেক পরিবার। গ্রামগুলো যেন অনলাইন জুয়ার রাজধানীতে পরিণত হয়েছে। একাধিক ডিলারদের তত্ত্বাবধানে এ নেশায় আকৃষ্ট হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। যার ফলে পারিবারিকভাবে অশান্তি, বিবাহবিচ্ছেদ, কলহসহ ও পড়াশোনা বিমুখ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। অনলাইন জুয়ার ভয়াল এ গ্রাস থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।
অর্থের লোভে পড়ে আসক্ত হচ্ছেন শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ শিক্ষার্থী ও তরুণরা। জুয়ার নেশায় বুঁদ হয়ে সর্বস্ব হারাতে বসেছেন তাদের অনেকে। এতে বেড়েছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ। এ সুযোগে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন অনলাইন জুয়াচক্রের ডিলাররা, হয়েছেন লাখ লাখ টাকার মালিক। চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর।
বিপ্লব হোসেনের ছোট ভাই ইখলাস হোসেন বলেন, আমাদের সোনার সংসারকে নষ্ট করেছে সে। বিপ্লব হোসেন লাখ লাখ টাকা জুয়া খেলে শেষ করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় বিপ্লব হোসনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
যাযদি/ এসএম