বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে  ৭ বছরের শিশুকে ধর্ষণ, যুবক আটক

নাইক্ষ্যংছড়ি  (বান্দরবান)  প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ২০:৫১
নাইক্ষ্যংছড়িতে  ৭ বছরের শিশুকে ধর্ষণ, যুবক আটক
ছবি: যায়যায়দিন

নাইক্ষ্যংছড়িতে ৭ বছরের শিশুছাত্রীকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় একমাত্র আসামীকে পুলিশ আটক করে বান্দরবান কোর্টে পাঠিয়ে দিয়েছে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে।

মামলা বাদী ভিকটিমদের মা আজিজা বেগম অফিসার ইনচার্জকে দেয়া সোমবার রাতে এজাহারে উল্লেখ করেন,তার মেয়ে ইয়াছমিন আক্তার (৬) নানার বাড়ি নাইক্ষ্যংছড়ি সদরের পুর্ব বিছামারার মাদিনাতুল উলুম মাদরাসায় পড়ার পাশাপাশি স্খানীয় মক্তবেও পড়ে। তাই ২৭ এপ্রিল মক্তবে পড়তে ভোর সকাল ৬ টায় বাড়ি থেকে বের হয়।

মক্তবে গিয়ে দেখে মক্তবের হুজুর নেই। তাই অন্যান্য শিশুর সাথে কিছুক্ষণ খেলা করে বাড়ি ফেরার সময় অভিযুক্ত যুবক মৃত ছৈয়দুর রহমানের ছেলে কলিমুল্লাহ (২৫) তাকে জামফল খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে মসজিদের পেছনে নিযে যায়। সেখানে কবরস্থানের একটি গর্তে নিযে গিয়ে জামা-কাপড় খুলে যৌন নির্যাতন করে। এতে তার মেয়ে রক্তাক্ত হয়। পরে তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করান তিনি। পরে থানাতে মামলা দায়ের করেন।

ঘটনার এজাহারে উক্ত একমাত্র আসামীকে পুলিশ মামলা দায়েরের ১ ঘন্টার মাথায় সোমবারই (২৮ এপ্রিল) আটক করে।

এ অভিযানে নেতৃত্বদানকারী নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ট অফিসার মেহাম্মদ ইউছুপ এ প্রতিবেদককে বলেন,এজহার পাওয়ার পরপরই আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীকে ২৯ এপ্রিল সকালেই বান্দরবান কোর্টে পাঠিয়ে দেয়া হয়। পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেলেও আরো অধিকতর তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান এ পরতিবেদকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে