জগন্নাথপুরে ছাত্রলীগের হামলায় বৈছাআ’র ২ নেতা আহত
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ২০:২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন রাতের আধাঁরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এর অন্যতম নেতা তাহেম মিয়া (২৬) ও মিল্লাত খান (২৪) গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত ১২ টার সৈয়দপুর বাজারের দক্ষিণ পার্শ্বে মাছ শিকার সময় পূর্ব পরিকল্পিত ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন শাখায় পদধারী একাধীক মামলার আসামী সৈয়দপুর ছাত্রলীগের নেতাকর্মীরা এহসান, দুলন, তায়েফ, জিবান, আসাদুর, ওলিউর, জুনু, রেজুয়ান, তিশানসহ কয়েকজন হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোঃ তাহেম মিয়া (২৬) ও মিল্লাত খান (২৪) কে আক্রম করে । এসময় আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর হাড়িকোনো গ্রামের আব্দুল মান্নান এর ছেলে মো. তাহেম মিয়া(২৬) ও বুধরাইল গ্রামের ী আশশাই খান এর ছেলে মিল্লাত খান (২৪)।
স্থানীয়রা ও আহতদের পরিবার এর লোকজন রক্তাক্ত অবস্থায় আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশংকা জনখ হওয়ায় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সংবাদ পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) জয়নাল হোসাইন ও এসআই রিফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, তাহেম মিয়ার মাথায় মুখে ও মিল্লাত থানের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে এলাকার দুস্কতিকারী নিষিদ্ধ ঘোষিত সংঘটন ছাত্রলীগের বিভিন্ন পদধারী নেতারা একাধীক মামলার আসামী। এই ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসাইন মুঠোফোনে আলাপকালে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। আইনানুগ ব্যবস্থা চলমান।