বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে বাসদ নেতাসহ আটক ৩

চট্টগ্রাম ব্যুরো
  ২৯ এপ্রিল ২০২৫, ২০:১৩
চট্টগ্রামে বাসদ নেতাসহ আটক ৩
ছবি: যায়যায়দিন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও হয়রানির প্রতিবাদসহ ৭ দফা দাবিতে আয়োজিত সমাবেশ থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে নগরের দেওয়ানহাট মোড় এলাকায় ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’ নামক একটি সংগঠনের ব্যানারে পূর্বনির্ধারিত সমাবেশ শুরুর আগেই এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্টের নেতা মিনহাজ উদ্দিন এবং রিকশাচালক মো. রুকন। হালিশহর থানায় আগের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের আটক দেখানো হয়েছে।

জানা গেছে, সমাবেশটি আয়োজন করেছিল ‘ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’। সংগঠনটির দাবি, এসব পরিবহন লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। সরকার যদি এদের জন্য নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিটের ব্যবস্থা করে, তাহলে যানবাহনগুলো আরও নিরাপদ ও আধুনিক করা সম্ভব। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই ৭ দফা দাবি জানিয়ে আসছে।

ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মনির হোসেন বলেন, আমরা বিক্ষোভ করতে গেলে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে আমাদের ব্যানার কেড়ে নেয় এবং মাইক ভাঙচুর করে। সেখান থেকে আমাদের আহ্বায়কসহ তিনজনকে আটক করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক উল ইসলাম বলেন, সমাবেশের কোনো অনুমতি নেওয়া হয়নি। হঠাৎ উনারা এসে দেওয়ানহাট মোড়ে গাড়ি-রাস্তাঘাট বন্ধ করে দেয়। পরবর্তীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছে। আমরা সেখান থেকে তিনজনকে আটক করি।

একের পর এক দুর্ঘটনা ও ট্রাফিক বিশৃঙ্খলার অন্যতম কারণ হয়ে উঠেছে ব্যাটারিচালিত রিকশা। গলিপথে সীমাবদ্ধ থাকা এই যান এখন প্রধান সড়কগুলোতেও অবাধে ছুটছে। ধীরগতির এ বাহনগুলো দ্রুতগামী গাড়ির সঙ্গে মিশে গিয়ে সিগন্যাল পয়েন্টে জ্যাম সৃষ্টি করে। বেপরোয়া এই যানের কারণে প্রতিদিনই দুর্ঘটনা ও হতাহতের খবর পাওয়া যায়।

সবশেষ গত ১৮ এপ্রিল রাতে চকবাজার থানার কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা উল্টে গিয়ে পড়ে হিজড়া খালে। রিকশায় থাকা দুই নারী বেঁচে গেলেও, তাদের কোলে থাকা ৬ মাস বয়সি শিশু সেহরিজ নিখোঁজ হয়। পরদিন সকালে চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শহরজুড়ে ছড়িয়ে পড়ে শোক। পাশাপাশি ক্ষোভের সঞ্চারও হয়।

এরপর নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়। টানা কয়েকদিনের অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়েছে প্রায় ৪ হাজার ব্যাটারিচালিত রিকশা। এ কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে ব্যাটারি চালকরা। তারা প্রতিদিনই নগরের কোথাও না কোথাও বিক্ষোভ করছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে