বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নড়াইলে সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারের দাবীতে মিছিল

নড়াইল প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ২০:০৮
নড়াইলে সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারের দাবীতে মিছিল
ছবি: যায়যায়দিন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নড়াইল আদালত চত্তরে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম উদ্যোগে নড়াইল আইনজীবী ফোরামের সভাপতি এডঃ এস এম আব্দুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়াইল আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক ও নড়াইল জেলা আইনজিবি সমিতির সভাপতি অ্যাডভোট তারিকুজ্জামান লিটু,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবি জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, এ্যাডভোকেট মাহবুব মোশেদ জাপল, এডঃ রাজীব প্রমুখ। এ সময় বক্তগন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী, বাংলাদেশের গনতন্ত্র হত্যাকারী, একাধিক ফৌজদারি মামলার আসামি সাবেক এই বিচারপতি ফাসির দাবী জানানো হয়। এছাড়া বিগতদিনে যারা বিচারের নামে দলবাজি করেছে তাদের অপসারণ ও শাস্তি দাবী করা হয়।

গনতন্দ্রকে হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে আজীবন ক্ষমতা থাকার জন্য জুডিসিয়াল যত কাজ সবই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক করেছেন। যেহেতু তিনি জনগনের ভোটের অধিকার হরন করেছে তাই আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করার আহবান জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে