বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ 

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৯ এপ্রিল ২০২৫, ২০:০৫
নেত্রকোনায় বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ 
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার মদন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বেরো ধান কর্তন উদ্ধোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন, ইদ্রিস মাস্টার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল, সাবেক সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে