সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) শেষ বিকেলে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম"র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে সমাবেশে মিলিত হয়।
পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালী"র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন,সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ইউনুছ আলী, তাতী দলের সভাপতি আলমগীর হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক মমতাজুল ইসলাম মিঠুসহ অনেকে।
আগামী ৩৬ ঘন্টার মধ্যে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তি না দিলে নীলফামারী জেলা সহ গোটা উত্তরবঙ্গ অচর করে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।