বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চৌগাছায় এবার গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

চৌগাছা ( যশোর) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৭
চৌগাছায় এবার গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
প্রতীকি ছবি

যশোরের চৌগাছায় মোমেনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৮এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম কয়ারপাড়ার গ্রামের মৃত মোশারফ হোসেনের দ্বিতীয় স্ত্রী।

নিহতের ভাতিজা ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, আত্মহত্যা করা মোমেনা বেগম দুইবছর ধরে যক্ষ্মা (টিবি) রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি খুলনায় নিয়মিত যাতায়াত করতেন এবং সেখান থেকেই ওষুধ গ্রহণ করছিলেন। তবে সেই অতিরিক্ত পাওয়ারের ওষুধ খাওয়ার কারণে তার মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয়। এসবের প্রেক্ষিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ অবস্থাতেই গত সোমবার রাতে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। মিজানুর রহমানের দাবি, মানসিক ভারসাম্যহীনতার কারণেই মোমেনা বেগম আত্মহত্যা করেছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে