নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৫ লাখ টাকা চাঁদার দাবিতে এক স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে গাড়ি ভাঙচুর করে সাড়ে ১২ লাখ টাকা লুটে নেয়ার ঘটনায় সহযোগী সহ রতন ডাকাতকে (৩৬) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকার তেতৈয়া সীমান্ত এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে।
এরআগে চাঁদপুর জেলার পুরান বাজার এলাকা হইতে হাসানকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে রতনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত রতন ফতুল্লার বক্তাবলীর চর প্রসন্ন নগর এলাকার তাজুল ইসলামের ছেলে ও একই এলাকার হাসান।
ফতুল্লা মডেল থানার এসআই শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রতন ডাকাত সহ তার সাঙ্গপাঙ্গরা সর্ণ ব্যবসায়ী ইদ্রিস আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ২৩ এপ্রিল রাতে ইদ্রিস আলীর এক লোক প্রাইভেটকার যোগে ঢাকা ব্যবসা প্রতিষ্ঠান হতে গ্রামের বাড়ি ছমিরনগর যাওয়ার পথে রতন ডাকাতের নেতৃত্বে ডাকাতদল গাড়ি গতিরোধ করে। পরে গাড়ি ভাঙচুর করে গাড়িতে থাকা ১২ লাখ ৬৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। এসময় প্রাইভেটকারটিও নিয়ে যায়।
তিনি আরো বলেন, ডাকাত রতনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয় এবং হাসান ঘটনার দায় স্বীকার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নুর মোহাসিনের আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন।
যাযাদি/ এম