গাজীপুরে ইমাম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৪২

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকা গাজীপুরের পূবাইলের হায়দারাবাদ এলাকার আখলাছ জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমেদ্বীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপি শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

ওই কর্মসূচীতে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম, পীর মাশায়েকসহ সুন্নী ও সাধারণ মুসলিমরা অংশগ্রহণ করেন। 
পীরজাদা মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে ও তরুণ মাওলানা শাহজাদা আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচীতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জব্বার রিজভী, মাওলানা সৈয়দ রাহাতুল আশেকিন, মাওলানা মোরশেদুল ইসলাম নূরী রেজভী, মাওলানা মমিনুল ইসলাম রেজভী, মাওলানা হাফেজ রেজওয়ান কাদেরী, মুফ্তি হামিদ জামাল আশরাফী, সৈয়দ মমতাজ রাসুল কাদেরী এবং হাফেজ আব্দুল ওয়াহিদ আশরাফী।
এছাড়াও এ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ পাপ্পু বাখশি, নাদিম আশরাফী, মারগুব আশরাফী, মুফতি রাসেল বারকাতিসহ আহলে সুন্নাতের অনুসারীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, মতের অমিল থাকায় একজন ইমামকে এরুপ পাষবিক নির্যাতনে মেরে ফেলা মেনে নেওয়া যায় না। নতুনভাবে স্বাধীন দেশে এখনো বৈষম্য রয়েই গেছে। আর এই বৈষম্য করছে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোষররা। সম্প্রতি গাজীপুরে মব তৈরি করে একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার না হলে সুন্নি সমাজ আবারও ৫ আগস্টের মতো রাজপথে নামবে বৈষম্য দুর করতে।

 মূলত: ইসরাইল ও ভারতের বিরুদ্ধে অহিংস মতবাদ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমাবেশে অংশ নেওয়ার কারণেই মওলানা রইস উদ্দিনকে উগ্র ওহাবী গোষ্ঠি মতের অমীল থাকার কারনেই মিথ্যা অপবাদ দিয়ে সুন্নী আলেমকে নির্মমভাবে হত্যা করেছে। এর দ্রæত বিচার না হলে আগামী শুক্রবার বাদ নামাজে জুমা বিক্ষোভ সমাবেশসহ লাগাতার কর্মসূচী দেওয়া হবে বলে বক্তারা তাদের বক্তব্যে হুঁশিয়ারী জানান।