মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

হরিরামপুরে ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৪১
হরিরামপুরে ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ছবি: যায়যায়দিন

মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন মোল্লাকে (৩৫) বহিষ্কার করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন মোল্লাকে দলের প্রাথমিক সদস্য পদসহ যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ ও দলীয় সকল প্রকার সাংগঠনিক কাজ না করার নির্দেশ দেওয়া হলো।

এর আগে গত রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ৯০ পিস ইয়াবাসহ মো. হারুন মোল্লাসহ চারজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় হরিরামপুর থানায় মামলা হয়েছে। গত সোমবার তাদের আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে