বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম - ১৪ চন্দনাইশ ( সাতকানিয়া আংশিক) এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট চক্ষু সার্জন ডাক্তার শাহাদাৎ হোসেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে ২৯ এপ্রিল কমিটির চেয়ারম্যানের অনুমোদন ক্রমে মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি স্বাক্ষরিত একটি সার্কুলারের মাধ্যমে আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যনির্বাহী এডহক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নব- নির্বাচিত ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম ১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি চলমান কার্যক্রম গতিশীল রাখার জন্য পূর্বের ধারাবাহিক সকল কার্যক্রম চলমান রাখা ও রেড ক্রিসেন্ট সোসাইটির উন্নয়নে বিশেষভাবে কাজ করা হবে বলে জানান তিনি ।