আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সড়কে উন্নতমানের গণপরিবহন চালু

আলীকদমে নিরাপদ গণপরিবহনের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৫

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
উন্নতমানের গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন

বান্দরবন জেলার আলীকদম-লামা- ফাঁসিয়াখালী সড়কে, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধ করে আধুনিক, নিরাপদ ও উন্নতমানের গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার ২৯ এপ্রিল বিকালে আলীকদম প্রেসক্লাবের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও শিক্ষকরা। 

 

আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হায়দার আলী বলেন, “আলীকদমে মানসম্মত বাস সার্ভিস চালুর প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে চকরিয়া-লামা-আলীকদম পরিবহন মালিক সমিতি। তাদের নানা হুমকি ও বাধার কারণে স্বনামধন্য বাস কোম্পানিগুলো আলীকদমে সেবা দিতে পারছে না।” 

 

চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক জাহানারা ফারভীন লাকী বলেন, “আলীকদম পর্যটন, শিক্ষা ও শিল্প ক্ষেত্রে অনেক এগিয়েছে অথচ মানসম্মত গণপরিবহনের অভাবে স্থানীয় জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।” 

 

আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাশুক ইলাহি সরকারের কাছে বিআরটিসি বাস সার্ভিস চালুর অনুরোধ জানান। 

 

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আলীকদমে বিআরটিসি বাস চালুর পূর্বে মালিক সমিতির হামলায় সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। 

 

আলীকদম কলেজের প্রভাষক মু. রেজাউল করিম বলেন, “নিরাপদ ও উন্নত গণপরিবহন সেবা পাওয়া জনগণের অধিকার। এটি নিশ্চিত করতে হলে প্রশাসনের কঠোর অবস্থান ও সরকারের সদিচ্ছা প্রয়োজন।” 

 

মানববন্ধনের সমন্বয়ক গ্রীণ ইনোভেশন ভলেন্টির্য়াসের উদ্যোক্তা ও আহ্বায়ক, মহিউদ্দিন বন্ধু আশাবাদ ব্যক্ত করেন, সরকারের বিভিন্ন মহলে মানববন্ধনের বিষয়ে অবগত করার মধ্য দিয়ে আলীকদমে উন্নত গণপরিবহনের সুযোগ তৈরি হবে। 

 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দাবি-সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।