মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পাবলিক কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদেই থাকছেন তৈয়বুর রহমান

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৬
পাবলিক কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদেই থাকছেন তৈয়বুর রহমান
ছবি: যায়যায়দিন

২০১৮ বিধি মোতাবেক সদ্য সরকারি কৃত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক কলেজ। সে এসময়ে ১১০ জন শিক্ষক কর্মচারি সরকারিকরণের আওতায় আসে। সরকারিকরণের সময় অত্র কলেজের উপাধক্ষ্য রেশালুননূর চৌধুরী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেশালুননূর চৌধুরী গত ১৪/০৮/২০২৪ ইং তারিখে অবসর গ্রহন করলে ২১/০৮/২০২৪ ইং তারিখে কলেজে সহকারি অধ্যাপক ইতিহাস জনাব তৈয়বুর রহমান ভাপ্রাপ্ত অধক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু ২০১৮ বিধি লংঘন করে গত ০৮/০৪/২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৯০.১৯.০০৫.১৮/অংশ-১/১৪১ প্রঞ্জাপনে ২০১৮ বিধি লঙ্ঘন করে প্রফেসর বেলাল হোসেনকে সংযুক্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। সে মোতাবেক প্রফেসর বেলাল হোসেন গত ২২/৪/২০২৫ তারিখে কলেজে যোগদান করেন। এতে সংক্ষুদ্ধ হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়বুর রহমান হাইকোটে ২০১৮ বিধি লঙ্ঘন হয়েছে মর্মে রীটপিটিশন দাখিল করেন। হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে প্রফেসর বেলাল হোসেনের ০৮/০৪/২০২৫ তারিখের প্রজ্ঞাপনটি ৩ মাসের জন্য স্থগিত করে রুল নিশি জারি করে (রীটপিটিশন নম্বর ৬৪৫৬/২০২৫) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জনাব তৈয়বুর রহমান পুনরায় দায়িত্বে বহল থেকে রইলেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়বুর রহমান বলেন আমি আমি হাইকোর্ট ২০১৮ বিধি লঙ্গন হয়েছে মর্ম হৃদপিডিশন দাখিল করি , হাইকোর্ট আমার বিষয়টি আমলে নিয়ে প্রফেসর বেলাল হোসেনের প্রজ্ঞাপনটি তিন মাসের জন্য স্থগিত করে রোল জারি করে। তিনি বলের এখন আমি আমার ভারপ্রাপ্ত পদেই দায়িত্ব পালন করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে