মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শেরপুরে  ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্বার 

শেরপুর জেলা প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৮:২০
আপডেট  : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৪
শেরপুরে  ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্বার 
উদ্দারকৃত ভারতীয় মদ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার সকালে গারো পাহাড়ের গহীন জঙ্গলে গজনীর জিরো পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে বস্তা ভর্তি ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্বার করে ঝিনাইগাতী থানা পুলিশ ।

জেলা পুলিশ সুপার আমিনূল ইসলামের নির্দেশে অভিযানে ওসি তদন্ত রবিউল আজম, এসআই হারুন, হাশেম ও জামাল হোসেন সহ সঙ্গিয় ফোর্স সহ সিমান্ত অঞ্চলে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মুখোশ পড়ে দৌড়ে পালিয়ে যায় । পরে বস্তা ভর্তি ভারতীয় মদের বোতল উদ্বার করে থানায় নিয়ে আসে । উদ্ধারকৃত মদের মধ্য রয়েল স্টিক, রয়েল গ্রীন, আইকোনিট হোয়াইট, হুইসকি সহ ৫৭০টি বোতল। এ সময় সাংবাদিকেদের সাথে ঝিনাইগাতী থানা অফিসার্স ইনচার্জ আল আমিন জানান, অভিযান পরিচালনা করে যে ভারতীয় মদের বোতল উদ্বার করা হয়েছে তার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা ।

কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের তদন্ত চলছে ও আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি চোরাকারবারীরা সক্রিয় হয়ে অবৈধ পন্থায় সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল নিয়ে আসার ফলে উপজেলাবাসীকে ভাবিয়ে তুলেছে বলে এলাকাবাসীরা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে