সাদুল্লাপুরে চাঁদা না পেয়ে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি!
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৮:০৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকশালাইপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষের কাছে চাঁদার টাকা না পেয়ে স্থানীয় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী তাকে প্রাননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এঘটনায় সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৫ টায় চকশালাইপুর মাদ্রাসা বাজার সংলগ্ন খলিলের চাতালে অভিভাবক ও স্থানীয়দের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও অভিভাবক শাহানুর মিয়ার সঞ্চালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,একরামুল কাজী, শহিদুল ইসলাম, সাজু মিয়া প্রমুখ।
জানা গেছে,সম্প্রতি চকশালাইপুর আলিম মাদ্রাসা ও বাজারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের কাছে ২৫ লক্ষ চাঁদার দাবি করে স্থানীয় একটি চাঁদাবাজ চক্র।তিনি চাঁদার টাকা দিতে রাজী না হওয়ায় তার অফিস কক্ষে তাকে দীর্ঘসময় আটকে রেখে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
এমতবস্থায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অধ্যক্ষকে উদ্ধার করে।
এরপরেও চাঁদাবাজরা ক্ষান্থ হয়নি। তাদের অব্যাহত হুমকিতে অধ্যক্ষ এখনও ভয়ে মাদ্রাসায় যেতে পারছেন না।
এদিকে তার অবর্তমানে মাদ্রাসার প্রশাসনিক কাজকর্ম চরমভাবে বিঘ্ন ঘটছে।এছাড়া শিক্ষার্থীদের সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ মারাত্নক ভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
এপরিস্থিতিতে মাদ্রাসার অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ ন্যাক্কারজনক এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অধ্যক্ষকে দ্রুত নিরাপদে মাদ্রাসায় যাতায়াতে ব্যবস্থা নিশ্চিতকরন সহ প্রতিষ্ঠানটি চাঁদাবাজ মুক্ত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।